South east bank ad

লাফার্জহোলসিমের সুরমা প্লান্ট পরিদর্শন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখের

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০২:৫৩ অপরাহ্ন   |   কর্পোরেট

লাফার্জহোলসিমের সুরমা প্লান্ট পরিদর্শন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখের
সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত সুরমা প্লান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ এবং কাউন্সিলর (হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স) থমাস বমগার্টনার। 

এ সময় প্লান্টে তাদের স্বাগত জানান কোম্পানির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়া এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস ও সুরমা প্লান্টের ম্যানেজার হারপাল সিং। 

পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে স্বয়ংসম্পূর্ণ এ সিমেন্ট প্লান্টের উৎপাদন সুবিধা, গুণগত মান রক্ষা পদ্ধতি এবং উদ্ভাবনী সুবিধা সম্পর্কে অবগত করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: