South east bank ad

রাষ্ট্রীয় বস্ত্র কারখানাগুলো আবার চালুর আহ্বান বিজিএমইএ সভাপতির

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:৪৭ অপরাহ্ন   |   কর্পোরেট

রাষ্ট্রীয় বস্ত্র কারখানাগুলো আবার চালুর আহ্বান বিজিএমইএ সভাপতির
রাষ্ট্রীয় মালিকানাধীন বস্ত্র কারখানাগুলো আবার চালুর আহ্বান জানিয়েছেন পোশাকপণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তার মতে, এগুলো পুনরুজ্জীবিত করে পোশাক শিল্পের স্থানীয় ফ্যাব্রিকের চাহিদা মেটানো যেতে পারে। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের সঙ্গে আলোচনাকালে এ আহ্বান জানান তিনি।

বিজিএমইএর গুলশান কার্যালয়ে গতকাল বুধবার বিটিএমসি চেয়ারম্যান ও বিজিএমইএর সভাপতির মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে তারা বাংলাদেশের পোশাক ও বস্ত্র শিল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিশেষ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে রাষ্ট্রীয় মালিকাধীন বস্ত্র কারখানাগুলো পুনরুজ্জীবিত করার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে অলোচনা করেন।

ফারুক হাসান বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দেশীয় কাপড় (ফ্যাব্রিকস) ও সুতার (ইয়ার্ন) চাহিদা বাড়ছে। পাশাপাশি তৈরি পোশাক শিল্প খাত বর্তমানে নন কটন ফাইবার দিয়ে তৈরি পোশাকের দিকে ক্রমাগতভাবে মনোযোগ বাড়াচ্ছে, যা কিনা স্থানীয় বস্ত্র কারখানাগুলো সরবরাহ করতে পারে। যদি বন্ধ হয়ে যাওয়া মিলগুলো আবার চালু করা হয়, তবে সেগুলো তৈরি পোশাক শিল্পে স্থানীয় সুতা (ইয়ার্ন) ও কাপড়ের (ফ্যাব্রিকস) ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়া বন্ধ মিলগুলো আবার চালু করা হলে দেশে আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মত প্রকাশ করেন তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: