South east bank ad

অনলাইনে দি ইকোনমিক টাইমসের বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল ফ্রেশ

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:৫৭ অপরাহ্ন   |   কর্পোরেট

অনলাইনে দি ইকোনমিক টাইমসের বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল ফ্রেশ
ভারতের অন্যতম দৈনিক দি ইকোনমিক টাইমস আয়োজিত ‘দি ইকোনমিক টাইমস বেস্ট ব্র্যান্ড ২০২১—বাংলাদেশ এডিশন’-এ বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্রেশ। সম্প্রতি আয়োজিত এক অনলাইন ইভেন্টে এ স্বীকৃতি দেওয়া হয়।

এমজিআই সর্বদা তাদের মূলমন্ত্র ‘ছাড়িয়ে যাই’-এ বিশ্বাসী। এমজিআই এরই মধ্যে তাদের কনজিউমার ব্র্যান্ড ফ্রেশের মাধ্যমে বাংলাদেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে প্রতিদিন বাংলাদেশের প্রতি দুটি পরিবারের একটি ফ্রেশের পণ্য ব্যবহার করছে।

দি ইকোনমিক টাইমসের এ স্বীকৃতি সম্পর্কে এমজিআইয়ের ডিরেক্টর তাহমিনা মোস্তফা বলেন, ফ্রেশের ওপর আস্থা রাখার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ। ফ্রেশকে মানুষের কাছে আরও প্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সামনেও কাজ করে যাব।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: