South east bank ad

দুইটি মেরিটাইম অ্যাওয়ার্ড পেল এসআর শিপিং

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০১:৩৮ অপরাহ্ন   |   কর্পোরেট

দুইটি মেরিটাইম অ্যাওয়ার্ড পেল এসআর শিপিং
বহির্বিশ্বে বাংলাদেশের পতাকাবাহী সর্বাধিক সংখ্যক জাহাজের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের ঝুলিতে এবার সাহসিকতা ও অধিগ্রহণের স্বীকৃতি দুইটি মেরিটাইম অ্যাওয়ার্ড। সম্প্রতি রাজধানীতে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে এসআর শিপিংয়ের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ মেহেরুল করিম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

গভীর সমুদ্র থেকে এক ভারতীয় জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধারের জন্য ‘সমুদ্রে সাহসিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি’ হিসেবে এমভি জাওয়াদের ক্যাপ্টেন এসএম নাছির উদ্দিন ও ক্রুদের এবং আন্তর্জাতিক সমুদ্র রুটে ‘জাহাজ অধিগ্রহণে বিশেষ অবদানের স্বীকৃতি’ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয় এসআর শিপিং লিমিটেডকে।

এ প্রসঙ্গে কোম্পানির সিইও মোহাম্মদ মেহেরুল করিম বলেন, আমরা আমাদের কাজ এবং পরিচালিত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবার দুইটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি। চ্যালেঞ্জিং এ কাজের স্বীকৃতি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় আমাদের এমন যাবতীয় কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এসআর শিপিং মূলত দেশি নাবিক ও ক্রু দ্বারা পরিচালিত।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: