South east bank ad

বিএফআরআইয়ের পরিচালক পদে নিয়োগ পেলেন ড. রফিকুল হায়দার

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০২:৫২ অপরাহ্ন   |   কর্পোরেট

বিএফআরআইয়ের পরিচালক পদে নিয়োগ পেলেন ড. রফিকুল হায়দার
সম্প্রতি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউটের প্রধান গবেষণা কর্মকর্তা (বনজ সম্পদ বিভাগ) ড. রফিকুল হায়দার। তিনি বিদায়ী পরিচালক ড. মো. মাসুদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। 
ড. রফিকুল হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্লান্ট ইকোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 
তিনি ১৯৯৩ সালে বিএফআরআইয়ে জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা পদে যোগদান করেন। শুরুতে উপকূলীয় বনায়ন কৌশল বিষয়ে গবেষণা শুরু করলেও পরবর্তী সময়ে সিলভিকালচার রিসার্চ বিভাগ, বীজ বাগান বিভাগ, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এবং মাইনর ফরেস্ট প্রডাক্ট ডিভিশনে গবেষণা করেন। তিনি ঔষধি উদ্ভিদসহ নন টিম্বার ফরেস্ট প্রডাক্টসের প্রোপাগেশন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে গবেষণা করেন। 
ড. হায়দার ২২১ প্রজাতির ঔষধি উদ্ভিদের জার্মপ্লাজম সংরক্ষণের জন্য গবেষণা, উদ্ভাবন ও সংরক্ষণ ক্যাটাগরিতে ‘বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭’ অর্জন করেন। তার সম্পাদনায় ২০২০ সালে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সম্প্রসারিত তথ্য ও প্রযুক্তি’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়। 
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ বিজ্ঞানীর দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ৩০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্বদ্যািলয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যািলয়ের ফরেস্ট্রি ডিসিপ্লিনের বহিঃপরীক্ষক এবং ইনস্টিটিউট অব ফরেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অতিথি বক্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: