South east bank ad

ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ও উন্নয়ন সংঘের মধ্যে চুক্তি সই

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০২:৪৮ অপরাহ্ন   |   কর্পোরেট

ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ও উন্নয়ন সংঘের মধ্যে চুক্তি সই
সম্প্রতি ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম এবং অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন সংঘ (ইউএস), জামালপুরের মধ্যে এক চুক্তি সই করা হয়েছে। 

উক্ত চুক্তি সই অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলি, পরিচালক (অর্থ) জোহাইর তাহের আলী, ডিএমডি তপন সেনগুপ্ত, সিওও হাসান জাফর চৌধুরী, গ্রুপ সিএফও শেখর রঞ্জন কর ও হেড অব সিএসআর তরিখুল কবির এবং উন্নয়ন সংঘের (ইউএস) পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা ও পরিচালক (এমই অ্যান্ড এইচআরডি) মো. জাহাঙ্গির আলম। হিজড়াগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ওই চুক্তির মূল উদ্দেশ্য।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: