সাবিনকোর এমডি হলেন আহমেদ এহসানুল করিম

সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সম্প্রতি যোগ দেন আহমেদ এহসানুল করিম। পদোন্নতির আগে তিনি সাবিনকোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
তিনি এ প্রতিষ্ঠানের প্রথম ব্যবস্থাপনা পরিচালক, যিনি ১৯৯২ সালে মনিটরিং অফিসার হিসেবে সাবিনকোয় যোগ দেন। সাবিনকোয় তার প্রায় ৩০ বছরের কর্মকালীন তিনি ডিএমডি, কোম্পানি সচিবসহ বিভিন্ন উচ্চপদে নিয়োজিত ছিলেন।
আহমেদ এহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি ফাইন্যান্সে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।