কানাডার হাইকমিশনারের সিইউবির স্থায়ী ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্প্রতি রাজধানীর অদূরে পূর্বাচলে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র কমিশনার এঞ্জেলা ডার্ক, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আঞ্জুমান আরা সাহিদ, সিইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য রাহিব চৌধুরী এবং আব্দুল মুনেম গ্রুপের সিইও মাইনুদ্দিন মুনেম।