চট্টগ্রামে ছয় দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্টের আয়োজন

চট্টগ্রামে ছয় দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্টের আয়োজন করা হয়েছে। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত পিএইচপি হাউজে আয়োজিত অনুষ্ঠান থেকে গত রোববার এ মেলার উদ্বোধন করা হয়।
পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ আকতার পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ মাহবুবুল আলম।