আবারো নরসিংদীর সেরা করদাতার পুরস্কার পেলেন জুয়েল

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত সিটি করপোরেশন ও জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থবছরে নরসিংদী জেলার সেরা করদাতা হয়েছেন জজ ভূঞা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঞা জুয়েল সিআইপি।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ফায়জুর রহমান ভূঞা। এর আগেও তিনি একাধিকবার নরসিংদী জেলার সেরা করদাতা হয়েছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঞা জুয়েল জজ ভূঞা গ্রুপের শিল্প-উদ্যোক্তা।
কোম্পানি ও নিজের অগ্রযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এ স্বীকৃতি বা পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এ পুরস্কার নরসিংদী তথা মাধবদীবাসীর জন্য গর্বের।