South east bank ad

আন্তর্জাতিক ক্ষেত্রেও যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনছে নারীরা

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৬:২৬ অপরাহ্ন   |   কর্পোরেট

আন্তর্জাতিক ক্ষেত্রেও যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনছে নারীরা

বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও নিজেরদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে ‘লবুচে’ পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি তাকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ড. মোমেন এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জয়নাব লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন।

পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, লবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের সকল নারীর সাফল্য অর্জনে প্রেরণা যোগাবে।

এ সময় জয়নাবের লবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর, বাংলাদেশি প্রথম নারী হিসেবে পর্বতারোহী জয়নাব বিন্তে হোসেন শান্তু নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: