আমিনবাজারে ৪২.৫ মে.ও. ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর

ঢাকার আমিন বাজারে ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি) এর প্রজেক্ট কোম্পানি ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেড এর মধ্যে ১ ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নসরুল হামিদ এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিউবো চেয়ারমান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন।
উল্লেখ্য, ২৫ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্রটি বর্জ্য (মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট) দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ১৮.২৯৫ টাকা। কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্যের প্রয়োজন হবে। চুক্তি অনুযায়ী ২০২৩ সালে কেন্দ্রটির উৎপাদনে আসার কথা রয়েছে। ঢাকার আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ একর জমিতে নির্মিত হবে এ বিদ্যুৎ কেন্দ্র।
পিপিএ তে বিউবো’র পক্ষে বোর্ড সচিব সাইফুল ইসলাম আজাদ ও ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেড এর পক্ষে সিএমইসি এর ৩য় কমপ্লিট প্ল্যান্ট ডিভিশন এর ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াং পেংফেই স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেড এর সঙ্গে স্বাক্ষরিত অন্যান্য চুক্তির মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে ওয়েস্ট সাপ্লাই এগ্রিমেন্ট ও ল্যান্ড ইউজ এগ্রিমেন্ট এবং স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ)।