মামুন হাওলাদার এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ফেরদৌস রায়হান কিরমানির বিবিএস গ্রুপে ২০ বছর

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড (বিবিএস) গ্রুপটি ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার তাগিদে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পণ্যের সর্বোচ্চ কোয়ালিটি রক্ষায় প্রতিষ্ঠানটি আপোষহীন। পণ্যের সরবরাহ ও সেবা দিয়ে দেশীয় বাজারে অবস্থান তৈরি করছে প্রতিষ্ঠানটি। দেশের শিল্প-বাণিজ্য খাতকে এগিয়ে নিতে বিবিএস গ্রুপ প্রতিষ্ঠা করেছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড (বিবিএস) এর মাধ্যমে ব্যবসা শুরু করেছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। বর্তমানে বিবিএস গ্রুপে রয়েছে নয়টি প্রতিষ্ঠান। ব্যবসায়িক সেক্টরের উজ্জলমুখ বিবিএস ক্যাবলস ও নাহী গ্রুপ ।বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বাংলাদেশে প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারিং খাতের একটি বহুল পরিচিত নাম।
জনাব মামুন হাওলাদার এবং জিএম কোর্ডিনেশন ইঞ্জিনিয়ার জনাব সৈয়দ ফেরদৌস রায়হান কিরমানির বিবিএস গ্রুপে ২০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তাদের ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিবিএস গ্রুপ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।