সংসদীয় কমিটির সভাপতি হলেন আনোয়ারার মেয়ে ওয়াসিকা

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রমের আনোয়ারার মেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে বিদ্যুত,জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
সোমবার (১৪ জুন) সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পূণর্গঠনের প্রস্তাব দিলে তা গৃহিত হয়।
এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার।
তবে এইবারের কমিটি পুণর্গঠনে তাকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি করা হয়।
উল্লেখ্য যে,বেগম ওয়াসিকা আয়শা খান বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সার ও নারীনেত্রী মরহুমা নিলুফা কায়সারের বড় মেয়ে। তিনি বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একই পদে তাঁর পিতা প্রয়াত আতাউর রহমান খান কায়সার দুইবার সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর জন্মস্থান দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
তারঁ এই পদায়নে আনোয়ারার আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।