বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের জন্য এতিমখানার শিক্ষার্থীদের দোয়া

শুক্রবার (২ জুলাই) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া নূরানীয়া ও হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় কালের কণ্ঠ শুভসংঘের ত্রাণ সহায়তা পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্য দোয়া করল মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার শাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আবদুল লতিফ তারিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামিম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবনসহ শুভসংঘ পঞ্চগড় জেলার সভাপতি ফিরোজ আলম রাজীব প্রমুখ।
এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শতশত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের সহায়তায় লকডাউনে মানুষকে ঘরে রাখতে ১০ দিনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ত্রাণ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে উপজেলার অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এই ত্রাণ বিতরণ করেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।