সেরা রাঁধুনি-১৪২৭ হলেন চট্টগ্রামের সাদিয়া তাহের

খুলনার নাদিয়া নাতাশা এবং ঢাকার মরিয়ম হোসেন নূপুরকে হারিয়ে এবারের সেরা রাঁধুনি-১৪২৭-এর বিজয়ী হন চট্টগ্রামের সাদিয়া তাহের। প্রতিযোগিতায় নাতাশা দ্বিতীয় এবং নূপুর তৃতীয় স্থান অর্জন করেছেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্প্রতি আয়োজিত গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী। সেরা রাঁধুনি-১৪২৭-এর অংশ নেয়া বাকি ১২ জনের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রতিযোগিতার ৩ বিচারক এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবং অঞ্জন চৌধুরী।
বিজয়ীদের হাতে ট্রফি ও স্মারক চেক তুলে দেন প্রতিযোগিতার বিচারক অঞ্জন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম।