চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১৮ ও মৃত্যু ১০ জন

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১৮ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৪.৭৪ শতাংশ।
এনিয়ে চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৯০ জন। এদিন মৃত্যুবরণ করেছে ১০ জন।
সিভিল সার্জন কার্যালয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৪৫টি। নতুন আক্রান্তদের মধ্যে ২০২ জন মহানগর এলাকা এবং ১১৬ জন উপজেলা এলাকার বাসিন্দা।
চট্টগ্রামে উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান উপজেলায় ৩৪ জন। এ ছাড়া হাটহাজারি উপজেলায় ২৩ জন, সীতাকুণ্ড উপজেলায় ১১ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।