ফরিদপুরের জাহাপুরে গণশুনানিতে শৌচাগার দাবি

জনগণের দোরগোড়ায় জনসেবা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার বিভাগের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের মধুখালীর জাহাপুর ইউপিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা, মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ ইসহাক হোসেন, ইউএনডিপি ইএএলজির প্রতিনিধি মনির হোসেন মজুমদার প্রমুখ।
ওই গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন স্থানীয় বাসিন্দরা। এ সময় জাহাপুর বাজারে নারীদের জন্য শৌচাগার স্থাপন, জাহাপুর বাজারে স্পিড ব্রেকার নির্মাণ, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের রাস্তা পাকা করা, খাল সংস্কার করা, জলাবদ্ধতা দূর করা, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করা, বর্ষাকালে গোরস্থানে লাশ নিয়ে দাপনের জন্য রাস্তা উঁচু করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেদের উৎপাত বন্ধ করাসহ নানা সমস্যা সমাধানের দাবি তোলা হয়।
এসব বিষয়ে উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দেন গণশুনানির কর্মকর্তা। বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।