রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে ধর্ষণ মামলার এক আসাীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং এলাকা থেকে জিয়াউর রহমান জিয়া (৪৫) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এক আদিবাসী তরুণীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মামলার প্রধান ও একমাত্র আসামি জিয়াউর রহমান জিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিয়া উপজেলার বাবুডাইং গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, এর আগে জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আরও ২টি ধর্ষণ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকের পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাসসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।