মাদারীপুর সাংবাদিক গোল্ডকাপ টুনামেন্টে মৈত্রী মিডিয়া বনাম ডাসার প্রেসক্লাব ফাইনালে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজন ও মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় তৃতীয় দিনের খেলায় মৈত্রী মিডিয়া ও ডাসার প্রেসক্লাব জয় লাভ করেছে।
১৩ সেপ্টেম্বর সোমবার বেলা ৩ টার সময় মাদারীপুর টার্ফ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।
এতে ডাসার প্রেসক্লাব- ০১ গোলের ব্যবধানে কালকিনি রিপোর্টার্স ইউনিটিকে হারিয়ে এবং মৈত্রী মিডিয়া -৩ গোলের ব্যবধানে রাজৈর সাংবাদিক ফোরামকে পরাজিত করে ফাইনালে মৈত্রী মিডিয়া বনাম ডাসার প্রেসক্লাব নিশ্চিত করেন।উক্ত সাংবাদিক গোল্ডকাপ টুনামেন্ট খেলা গত ১০ই সেপ্টেম্বর শুভ উদ্বোধন হয়েছে। খেলায় মাদারীপুর ৫টি উপজেলার সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাব টিম রেখেছে। ফাইনাল খেলা ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।