South east bank ad

বরগুনায় ১শ' পিস ইয়াবাসহ আটক-১

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ

বরগুনায় ১শ' পিস ইয়াবাসহ আটক-১
এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের শিবেরখাল থেকে ১ শ' পিস ইয়াবাসহ রিয়াজ (৩২) নামে একজনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবের খাল এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয় রিয়াজকে। রিয়াজ সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উঃ বড় লবনগোলা গ্রামের আঃ গনির ছেলে।

উল্লেখ্য- রিয়াজ দীর্ঘদিন ধরে বুড়িডর চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের ছত্রছায়ায় রিয়াজ ইয়াবা বিক্রির সহ নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। একাধিক বিয়ে করারও অভিযোগ রয়েছে এ রিয়াজের বিরুদ্ধে যা বরগুনা পুলিশ সুপার কার্যালয় জাগরণীতে সালিশ বৈঠক করা হয়েছে। 

জেলার যুব সমাজকে ধ্বংস করার তাগিদে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ডিলার হিসেবে চিহ্নিত থাকলেও কেউ তাকে এর আগে ইয়াবাসহ হাতেনাতে আটক করতে পারেনি। 

পুলিশ সূত্রে জানা গেছে- অভিযুক্ত এই রিয়াজের বিরুদ্ধে আদালত ও সদর থানায় মোট নয়টি মামলা চলমান রয়েছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে,এম, তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের শিবেরখাল এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে আটক করতে সক্ষম হয়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান- রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খাঁন, এস.আই সোহেল খান সহ একটি টিম শিবের খাল এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করি। 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে রিয়াজকে জেল হাজতে প্রেরণ করা হবে।
BBS cable ad