ইসলামপুরে আ’লীগের বর্ধিত সভা

শামীম আলম, (জামালপুর) :
বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শাখার আগামী ২৫ সেপ্টেম্বর ত্রি বার্ষিক সম্মেলনে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পূর্ব নোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি এস.এম. আসাদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আ’লীগের সদস্য অধ্যাপক জাকির হোসেন (রুকু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান, সদস্য শফিউল আলম ডবল, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুরুজ্জামান, সাবেক সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ছাইদুর রহমান প্রমুখ। বর্ধিত সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বি.এম রেজাউল করিম মাষ্টার রেজা।
সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য আলোচনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। বর্ধিত সভায় ইউনিয়ন আ’লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।