South east bank ad

নাটোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরণ

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১১ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার  বিতরণ
নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে ২০২১-২২ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস কৃষকদের হাতে ওই সামগ্রী তুলে দেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে ওই সামগ্রী বিতরণ করা হয়।

 উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ আবু রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা হারুনর রশিদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান শেষে ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ, নাবীপাট, মাসকালাই বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
BBS cable ad