South east bank ad

নাটোরে ৮০ বছরের বৃদ্ধের বিষপানে আত্মহত্যা

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে ৮০ বছরের বৃদ্ধের বিষপানে আত্মহত্যা
নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে বিষপান করে জলিল খামারু (৮০) নামের এক বয়স্ক বৃদ্ধ আত্মহত্যা করেছে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধ জলিল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত রহিম খামারুর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে জলিল খামারু পরিবারের কলহের জেরে তাহার বাড়ীর সদস্যদের অগোচরে বিষপান করে, পরে বিষের যন্ত্রণায় ছটফট করেলে তার পরিবারের লোকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার স্বাস্থের অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জলিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রাজশাহী মেডিকেলে যাবার পথিমধ্যে জলিল মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
BBS cable ad