নাটোরে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠের সামনের রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এক অটোচালক রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে চিকিৎসার জন্য নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১ টায় নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠের সামনের রাস্তার পাশে অজ্ঞাত এক নারীকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে শান্ত আলী নাম এক অটোচালক তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । ধারণা করা হচ্ছে, কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে গেছে । মাথায় আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন । এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।