নাটোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা প্রদান শুরু

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার(১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা প্রদান কার্যক্রমে অভিজ্ঞ ডাক্তার ,স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করতে দেখা যায়।
টিকা গ্রহণকারীরা জানান, বাড়ির কাছে এমন সেবায় তারা অনেক খুশি এবং এই টিকা গ্রহণকালে তাদের কোন সমস্যা হয়নি এবং পূর্বের রেজিস্ট্রেশন থাকায় কোন বিড়ম্বনায় পড়তে হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর জানান, প্রথম দিনেই ৬০০জনের মাঝে সিনোফার্মের টিকা প্রদান করা হয়েছে । কোন প্রকার বিশৃঙ্খলা ও অনিয়ম ছাড়াই সফলভাবে টিকা প্রদান সম্পূর্ণ হয়েছে। সরবরাহ অনুসারে পুরোসপ্তাহ এ কার্যক্রম অব্যাহত থাকবে । তবে সরবরাহ বাড়লে এই কার্যক্রম আরো বাড়বে।