South east bank ad

নাটোরে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার (১৮ সেপ্টেম্বর)  সকালে উপজেলার সিংড়া বাজার এলাকায় মিনহাজ ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুই হাজর টাকা, দাউদ ষ্টোরকে মূল্য তালিকা না রাখার অপরাধে  এক হাজার টাকা এবং একই এলাকায় ফিজিশিয়ান ওষুধ রাখার অপরাধে সিংড়া ফার্মেসীকে  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসাবে আজ শনিবার সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন সিংড়া থানার পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।
BBS cable ad