নাটোরে জমি নিয়ে বিরোধে আ'লীগ নেত্রীর স্বামীকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি:
নাটোরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিমা খানমের স্বামী ব্যবসায়ী শফিউর রহমানকে মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আওড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
শফিউর রহমানের স্ত্রী আ'লীগ নেত্রী মহিমা খানম জানান, নাটোর সদর উপজেলার আওড়াইল গ্রামে তার স্বামীর কিছু জমি রয়েছে। যা দীর্ঘদিন থেকে তারা ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের আমির আলী ওই জমিকে নিজের বলে দাবি করে এবং জোর করে কিছু গাছ লাগায়। এ বিষয়ে শফিউর রহমান আদালতে একটি মামলা দায়ের করেন এবং ওই সমস্ত গাছ তুলে ফেলেন।
শনিবার দুপুরে তিনি ওই জমি দেখতে গেলে আমির আলী ও তার দুই ছেল সুমন ও মামুন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শফিউর রহমানের ওপর হামলা চালায় । এসময় তাকে পিটিয়ে ও ধারোলো অস্ত্রের আঘাতে আহত করা হয়। সংবাদ পেয়ে অজ্ঞান অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাটোর থানার ওসি মুনছুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।