রাজশাহীতে পাঁচ দফা দাবিতে ছাত্রমৈত্রীর বিক্ষোভ মিছিল-সমাবেশ

রাজশাহী ব্যুরো:
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজশাহীতে শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রী। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর সাহেব জিরোপয়েন্টে তারা এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে তাদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা গ্রহন করা, শতভাগ শিক্ষার্থীকে করােনা টিকা দিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, করােনাকালীন ন্যূনতম ৫০ শতাংশ বেতন ও সেশন ফি মওকুফ করা, সকল শিক্ষার্থীর জন্য চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি অসিত পাল, রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান প্রমুখ।