South east bank ad

যে সড়কে ১২ মাস জমে থাকে পানি

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:১০ অপরাহ্ন   |   সারাদেশ

যে সড়কে ১২ মাস জমে থাকে পানি
রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :

বছরের ১২ মাস পানি জমে থাকে শরীয়তপুর পৌরসভার গার্লস স্কুল থেকে  বয়েজ স্কুল সড়কটি । এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি না হলেও এ সড়কে জমে থাকে পানি। এই সড়কের পাশেই রয়েছে শরীয়তপুর গার্লস স্কুল, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, ৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, কালেক্টর স্কুল ও পৌর ঈদ গা। এই সড়ক দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। আর সেই রাস্তাই কিনা বেহাল। এ যেন আলোর নিচে অন্ধকার!

শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে গার্লস স্কুল থেকে বয়েজ স্কুল সড়কটি, পয়োবর্জ্য মিশ্রিত নোংরা পানিতে ডুবে আছে কয়েক বছর ধরে। দুর্গন্ধে টেকা দায়। ডুবে থাকা সড়কটিতে নেই কোনো ড্রেনের ব্যাবস্থা। পুরো অংশে একাধিক স্থানে পৌরসভার পানির লাইনে রয়েছে ফাটল। যা মেরামতের কোনো উদ্দেগ নেই পৌর কর্তিপক্ষের। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কারো ভাঙছে হাত-পা, কেউ ভুগছেন চর্মরোগে। এই এলাকায় এখন কেউ ভাড়া থাকতে চান না। ফলে সেখানকার একাধিক ফ্লাট খালি পরে রয়েছে।

এব্যাপারে শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন সড়কটি মেরামতের আশ্বাস দেন।
BBS cable ad