South east bank ad

টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী কোয়াটার রনি গ্রেফতার

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:১৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী কোয়াটার রনি গ্রেফতার
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে কোয়াটার রনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

রোববার বিকালে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর থানার একটি দল রনিকে গ্রেফতার করে। রনিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করা হবে। 

পুলিশ সুপার বলেন, টাঙ্গাইলে কোন শীর্ষ সন্ত্রাসী থাকবে না। পুলিশের তালিকা অনুয়ায়ী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করা হবে।
BBS cable ad