সিরাজদিখানে চারটি মোটরসাইকেলসহ গ্রেফতার-৩

কায়সার সামির, (মুন্সীগঞ্জ) :
সিরাজদিখানে পুলিশের পৃথক অভিযানে তিনজন মোটরসাইকেল চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করেন সিরাজদিখান থানা পুলিশ। সোমবার ২০ সেপ্টেম্বর দুপুরে সিরাজদিখান থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর উপজেলার নিমতলা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সেই মোটরসাইকেল উদ্ধারের জন্য সিরাজদখান থানার অফিসার উপ-পরিদর্শক এস.আই ইমরান খান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখানের নিমতলা সুখের ঠিকানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ শেখ (১৮) নামে একজনকে মোটরসাইকেল সহ আটক করে। পরে নাহিদের তথ্যনুসারে ঢাকার গেন্ডরিয়া থেকে বিজয় চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরকে (১৯), ঢাকার মীরপুর শাআলী থানা এলাকা থেকে গফুর মিয়ার ছেলে মো. জহিরুল ইসলামকে (৩৫) কে ২টি মোটরসাইকেল সহ আটক করা হয় ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তারা তিনজনই মোটরসাইকে চোরাকারবারী দলের সক্রিয় সদস্য । দীর্ঘদিন যাবৎ চুরির পেশায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি আরো বলেন তাদের তিন জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।