‘ফেরি জাহাঙ্গীর’ এরর ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল সুকানী বরখাস্ত

মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত 'রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় উক্ত ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মোঃ দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী মোঃ আবুল কালাম আজাদকে গতরাতে (৯ আগস্ট ২০২১) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিসি গতরাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।