ভারতীয় রুপী ও রূপাসহ আটক ২ জন

বিডিএফএন লাইভ.কম
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের ছামছুল ইসলামের ছেলে মকলছেুর রহমান (৩২) ও গাইবান্ধা জেলার সদর উপজলোর বানিয়ারজান গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নাজমুল হক (৩৪)।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, গতকাল শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন ঢাকা মেট্রো গ ২৭-৫৪৩৪ নং-এর সাদা রংয়ের একটি প্রাইভেটকার তল্লাশী করে ২৪ কেজি ৩৫০ গ্রাম রুপা এবং ১ লাখ ৭০ হাজার ৫শ ভারতীয় রুপীসহ মকলছেুর রহমান ও নাজমুল হককে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল উল্লেখ করে মতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে গুরুদাসপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।