South east bank ad

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-২

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৪:১৬ অপরাহ্ন   |   ডিবি

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-২
সোমবার (১ নভেম্বর) বিকাল ০৪.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক আবুল হাসেম মজুমদার এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ বাজারস্থ সিলেট টু তামাবিল রোডের পাশে অবস্থিত ইমন এন্ড ইমরান পোল্ট্রি দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ আফসার হোসেন (১৯), পিতা- মহরম আলী, সাং- তারকখাল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, মোঃ এরশাদ (৪২), পিতা- মৃত শমসের আলী, সাং- সতের, থানা- জালালাবাদ, জেলা- সিলেট নামীয় দুই চোরাকারবারীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজাত হতে Horlicks, Cadbury Perk Choclate, Cadbury Dairy Milk Choclate, Cadbury 5 Star New Softer Bar Choclate, Cadbury Original Oreo Biscuits  সহ আনুমানিক ৬২,৮০০/- (বাষট্টি হাজার আটশত) টাকার ভারতীয় পন্য উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এছাড়া উক্ত কাজে ব্যবহৃত ০১টি সাদা রংয়ের ঢাকা মেট্রো চ ১১-১৬৩৬ রেজিষ্ট্রেশনের মাইক্রোবাস ও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তাহারা অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে তাদের সহযোগী অপরাপর চোরাকারবারীদের সহায়তায় উক্ত ভারতীয় পন্য বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরে নিয়া আসিয়াছে।  

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
BBS cable ad