এলএসডি নিয়ে অনুসন্ধানে নেমে নতুন মাদক ‘ব্রাউনি’র সন্ধান পেয়েছে ডিবি

তেল, মাখন আর সিদ্ধ গাঁজার নির্যাস দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের মাদক ‘ব্রাউনি’। দেখতে হুবহু কেকের মতো। মাদকটি ব্যয়বহুল হওয়ায় উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এর মূল ভোক্তা। সম্প্রতি আইস ও এলএসডি মাদকসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপরই বেরিয়ে আসে গাঁজার তৈরি নতুন মাদকের তথ্য। রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ‘ব্রাউনি’।
সম্প্রতি উদ্ধার হওয়া মাদক এলএসডি নিয়ে অনুসন্ধানে নেমে নতুন মাদক ‘ব্রাউনি’র সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুন) রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) আজিমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আজিমুল হক বলেন, আমরা এলএসডি মাদকের সংশ্লিষ্টতায় গ্রেপ্তারকৃতদের তথ্য নিয়ে মাঠে তদন্ত করছি। এলএসডি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নতুন এই মাদকের (‘ব্রাউনি’) অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।