ময়মনসিংহে তথ্য প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবে অনলাইন সেমিনার অনুষ্ঠিত

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ময়মনসিংহ এর আয়োজনে মঙ্গলবার(১৫জুন) সকাল ১০:০০ টায় জুম এ্যাপসের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে “তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয়” শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আসাদুজ্জামান, সিএসই বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সঞ্চালনায় ছিলেন জনাব নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এছাড়াও আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ। উক্ত সেমিনারে জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।