South east bank ad

ময়মনসিংহে দ্বিতীয় ধাপে ৬৪৫ পাকাবাড়ি পাচ্ছেন গৃহহীনরা

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ০৬:৩৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ময়মনসিংহে দ্বিতীয় ধাপে ৬৪৫ পাকাবাড়ি পাচ্ছেন গৃহহীনরা

এইচ. এম জোবায়ের হোসাইন:

মুজিব বর্ষে ‘বাংলাদেশের একটি ব্যক্তিও গৃহহীন থাকবে না’, প্রধানমন্ত্রীর এ ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে খাসজমি বরাদ্দ দিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনের কার্যক্রম চলছে সারাদেশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গৃহহীন মানুষের জন্য বাড়িঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এ প্রকল্পে দ্বিতীয় ধাপে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ৬৪৫টি ঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো ও জমি হস্তান্তর করার প্রক্রিয়া। এসব গৃহের কিছু নির্মাণকাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের কর্তারা।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে দ্বিতীয় ধাপে নবনির্মিত গৃহহীনদের জন্য তৈরি ঘরগুলো হস্তান্তরের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবে জেলা ও উপজেলার স্থানীয় প্রশাসন।

সদর উপজেলাসহ জেলার সব উপজেলায় নির্মিত ঘরগুলোর মান, মাঠপর্যায়ে ঘরের সঠিক উচ্চতা, মাটির নিচের লেয়ার নির্মাণসামগ্রীর মান ও ঘরের ভিত্তি পরীক্ষা করে নিয়মিত পরিদর্শন করছেন ডিসি মোহাম্মদ এনামুল হক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের ফলে অনেক অসহায় গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে। আমরা নিয়মিত সব উপজেলায় নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করছি, কোথাও কোনো ত্রুটি থাকলে তা সংস্কার করা হচ্ছে পানি ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে কার্যকর সব পদক্ষেপ নেয়া হয়েছে। আশাকরি সরকারের এ উদ্যোগ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে দেবে।

এবার দ্বিতীয় ধাপে জেলার ময়মনসিংহে সদরে ৭৫, ঈশ্বরগঞ্জে ৯০, ভালুকায় ৮০, ফুলবাড়িয়ায় ৭০, গফরগাঁওয়ে ৭০, মুক্তাগাছায় ৪৫, ত্রিশালে ৪০, তারাকান্দায় ৪০, হালুয়াঘাটে ৪০, ফুলপুরে ৩০, ধোবাউড়ায় ৩০, গৌরীপুরে ২৫, নান্দাইলে ১০টি গৃহ নির্মাণ শেষে গৃহহীন ও দরিদ্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইতোমধ্যে এই বাড়িগুলোর নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উঁকি দিচ্ছে লাল টিনের তাঁবু। সব বাড়িতে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে।


p
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: