South east bank ad

ময়মনসিংহে পৌর কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 প্রকাশ: ১৯ জুন ২০২১, ১০:৩২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ময়মনসিংহে পৌর কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এইচ. এম জোবায়ের হোসাইনঃ

ময়মনসিংহের নয়টি পৌর এলাকায় নাগরিক সেবার মানোন্নয়েনের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতামোলক পৌর পরিষদ কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাউন্সিলরগণের জন্য পৌরসভা প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুন) জেলার ৯টি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদেরকে জনসেবা প্রদানে দক্ষতার অর্জন করে তুলতে ৬ দিনব্যাপি এই কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, এনআইএলজি, ঢাকা এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক প্রমূখ।  
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: