কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন ঢাকার জেলা প্রশাসক

আজ ১৯জুন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম রাজধানীর ধানমন্ডি গভঃ বয়েজ স্কুল মাঠে "কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা" এর সাথে সম্পৃক্ত কর্মহীন নিন্ম আয়ের ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক চলাচল সীমিত করনের নির্দেশনার প্রেক্ষিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ চলমান থাকবে বলে জেলা প্রশাসক জানান।
উপহার বিতরণ শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন যে, করোনাভাইরাসজনিত মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া কোন পরিবার খাদ্য সংকটে ভুগবেনা। সরকারের ৩৩৩ নাম্বারে কল করে যারা খাদ্য সহযোগিতা চাচ্ছেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।