প্রধানমন্ত্রীর দ্বিতীয় পর্যায়ের ঘর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন গাজীপুর জেলা প্রশাসক

গতকাল রোববার ২০ জুন ২০২১ইং তারিখ মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম উপজেলার কর্মকর্তারা ও জনপ্রতিনিধিদের নিয়ে ওই উদ্বোধন অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন।
গাজীপুর জেলার সদ্র উপজেলায় এ কর্মসূচির আওতায় জমি ও ঘর পাওয়া পরিবারের হাতে মালিকানা সংক্রান্ত দলিল তুলে দেন জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম।
উল্লেখ্য, ওই প্রকল্পের আওতায় এই পর্যায়ে গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় ২০২টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া হয়।