রাঙ্গামাটিতে ভ্রাম্যমাণ আদালতের ৫ হাজার ৭০০ টাকা জরিমানা

রাঙ্গামাটি পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক গতকাল মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ সকাল ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত রিজার্ভ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে দুই মামলায় দুই জনকে ২০০ টাকা জরিমানা করা হয়। হোটেলে পর্যটক রাখার অপরাধে হোটেল জেরিন আবাসিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়ক পরিবহন আইনে হেলমেট ব্যবহার না করায় ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।