South east bank ad

নেত্রকোণায় বিসিক অনলাইন পণ্য মেলা ২০২১ এর উদ্ধোধন

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১০:১৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নেত্রকোণায় বিসিক অনলাইন পণ্য মেলা ২০২১ এর উদ্ধোধন
নেত্রকোণা জেলা প্রশাসন এবং জেলা বিসিকের উদ্যোগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিক অনলাইন পণ্য মেলা ২০২১ এর  উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান। 
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা ও উইমেন ই-কমার্সের সদস্যবৃন্দের ডাটাবেইজ তৈরি, হারিয়ে যাওয়া পণ্য ফিরিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি পরিসরের উদ্যোক্তাদের  ফ্রন্ট লাইনে আনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নারী উদ্যোক্তা ও উইমেন ই-কমার্সের সদস্যবৃন্দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করেন। প্রানঘাতী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় অনলাইনে শপিং গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। অনলাইনে ক্রয়-বিক্রয় অনেকাংশেই ঝুঁকিমুক্ত। আমাদের প্রান্তিক পর্যায়ের উৎপাদিত পন্য সামগ্রীগুলো সঠিকভাবে বাজারজাতকরণসহ বিভিন্ন পর্যায়ে করোনার সংকট মোকাবেলায় অনলাইনের মাধ্যমে কার্যকরী সেবাসমূহ প্রদান করা সম্ভব হচ্ছে। বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নারী  উদ্যোক্তাবৃন্দ,  উইমেন ই-কমার্সের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: