চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

চুয়াডাঙ্গা ভি, জে স্কুল (চাঁদমারী মাঠ) মাঠে আজ করোনায় কর্মহীন হয়ে পড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার অটো চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার সর্বোমোট ২২০জন অটো চালকদের মাঝে ১০ কেজি চাল, ০২ কেজি আলু, ০১কেজি ডাল, ০১কেজি চিনি, ০১কেজি ভোজ্যতেল, ০১কেজি লবণ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদিকুর রহমান সহ আরোও অনেকে।