South east bank ad

ফরিদপুরের অলি গলিতে টহল জোরদার করেছে পুলিশ ও র‍্যাব

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১১:০০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ফরিদপুরের অলি গলিতে টহল জোরদার করেছে পুলিশ ও র‍্যাব
কঠোর লকডাউনে জনসমাগম ঠেকাতে ফরিদপুর জেলার বিভিন্ন ঘনবসতিপূর্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর টহল জোরদার করা হয়েছে।
দিনব্যাপী পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নজরদারির পাশাপাশি রাতেও চালানো হচ্ছে র‍্যাব সদস্যদের টহল। মাস্ক ছাড়া রাস্তায় বের হলে তাদের মাস্ক পড়তে বাধ্য করা হচ্ছে।

 
ফরিদপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং প্রাদুর্ভাব মোকাবিলা বিষয়ক পর্যালোচনা সভার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
গত রোববার ৪ জুলাই ২০২১ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয়।
এতে অংশ নেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার তানজিব জুবায়ের, ফরিদপুর র্যা ব-৮ -এর অধিনায়ক মেজর মো. আব্দুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার মেজর ইমরুল কায়েস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুবেদার মো. মীর মানিক হোসেন, এনএসআই এর যুগ্ম-পরিচালক মো. শহীদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমুখ।
এ সময় সভায় জানানো হয়, কাঁচা বাজার দুপুর ১২ টা পর্যন্ত চলবে কিন্তু বিকেল ৫টার পর পুলিশের কার্যক্রম কম হওয়ায় তখন কিছু লোক অলিতে গলিতে আড্ডা দেওয়া শুরু করে। এজন্য সন্ধ্যার পরে প্রশাসনের কাজ করা দরকার। ত্রাণ দিতে সমন্বয় প্রয়োজন। 
এছাড়া বিভিন্ন এনজিও ঋনের কিস্তি আদায় বন্ধ রাখার কথাও বলা হয় সভায়। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। যারা সমস্যায় আছেন আমাদের হট লাইন বা ৩৩৩ যোগাযোগ করলে তাদের বাড়িতে খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়া হবে।  কেউ কোন প্রকার গুজব ফেসবুক বা কোন জায়গায় লকডাউন বিরোধী অপপ্রচার করলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়। 
লকডাউনে কেউ যেন বিনা কারণে বের না হয় সে জন্য শহরে ২৯ টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।১২ টি ভ্রাম্যমান টিম মাঠে রয়েছে। 
তাছাড়া জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: