South east bank ad

পাবনার সদর উপজেলা চর সদিরাজপুর আশ্রয়ণে ২৫৩টি পরিবার খুঁজে পেল তাদের আবাস্থল

 প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৭:৫৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

পাবনার সদর উপজেলা চর সদিরাজপুর আশ্রয়ণে ২৫৩টি পরিবার খুঁজে পেল তাদের আবাস্থল
পাবনায় “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল” স্লোগান সামনে রেখে ২৫৩টি পরিবার খুঁজে পেয়েছে তাদের আবাস ভূমি।
মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর সুখ দুঃখ,  জীবন আচরণ বড়ই সাদাসিধে। বেঁচে থাকার যুদ্ধে মাথা গোঁজার ঠাঁই তাদের জীবনকে স্বস্তির আবরণে আচ্ছাদিত করেছে। যাযাবর জীবনের গ্লানি  থেকে মুক্ত হয়ে ২৫৩ টি পরিবার নিজের আবাস ভূমি পেয়েছে পাবনা জেলার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর সদিরাজপুর আশ্রয়ণে। 
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে উপকারভোগীদের জীবন জীবিকায়  মুখরিত আজ চর সদিরাজপুর প্রকল্প এলাকা। এখানে নতুন শিশুর জন্ম হয়েছে নতুন সম্ভাবনায়। দোকান খুলে কেউবা খুঁজে পেয়েছে নতুন জীবিকা। কারও চালে আবার লাউ কুমড়োর ডগা উঠে গেছে।  ইতোমধ্যে সেখানকার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্র খোলা হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার নেতৃত্বে উপজেলা আশ্রয়ণের বাস্তবায়ন কমিটির অক্লান্ত পরিশ্রমে এবং জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিবিড় তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। যেখানে প্রতিজ্ঞা করা হয়েছে একটি মানুষও গৃহহীন থাকবে না।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: