South east bank ad

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক

'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ 

আজ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

এসময় তিনি গোসাইরহাটের মহিষকান্দি নামক জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে নির্মিত ঘর পরিদর্শন করেন এবং বসবাসরত বাসিন্দাদের খোঁজ খবর নেন। 

এসময় তিনি প্রকল্পের নিরাপত্তার জন্য প্যালিস্যাডিং ও জিও ব্যাগ দ্বারা নির্মিত বেষ্টনী পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

এছাড়া তিনি কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন সুবিধা প্রদানের উদ্দেশ্যে "আস্থা ও স্বস্তির বুথ" নামে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গোসাইরহাট; নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: