৩৩৩-এর প্রচারণায় রাজবাড়ী জেলা প্রশাসন

জাতীয় কল সেন্টার ৩৩৩ এর ব্যপক প্রচার, প্রচারণা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন স্থানীয় সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে প্রেসবিফ্রিং করেছে।
রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জাতীয় কল সেন্টার ৩৩৩-এর ব্যাপক প্রচার-প্রচারণা উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেসব্রিফিং করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করে সাংক্ষনিক সরকারি তথ্য ও সেবা সবসময় পাওয়ার নিশ্চয়তা প্রদান করে সাংবাদিকদের উদ্দ্যেশে বক্তব্য দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব।
ডিসি দিলসাদ বেগম বলেন, সরকারের এই বিশেষ পরিসেবাটির মাধ্যমে বর্তমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে রাজবাড়ী জেলায় গত ২ মাসে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯৫ জন অসহায় ও দুস্থ মানুষ জরুরি খাদ্য ও ত্রাণ সহায়তা পেয়েছেন।
তাই যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারেন না বা কারো কাছে হাত পাততে পারেন না তারা যাতে সহজে সরকারি সহায়তা পেতে পারেন, সে জন্য সাংবাদিকদের ৩৩৩-এ কল সেন্টারের প্রচারণার জন্য জেলা প্রশাসক সাংবাদিকদের আহবান জানান।
পরে মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ীতে হতদরিদ্র মানুষের মধ্যে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসব হতদ্ররিদ মানুষের হাতে ১১টি ভ্যান, চারটি রিকশা ও ১০টি সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।