South east bank ad

ফরিদপুরে শতভাগ ক্নিন কুকিং অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ফরিদপুরে শতভাগ ক্নিন কুকিং অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নায়ন কতৃপক্ষ (স্রেডা) বিদুৎ বিভাগ  আয়োজিত ফরিদপুর জেলার ' শতভাগ ক্নিন কুকিং অর্জনে করণীয় ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

'সাশ্রয়ী জ্বালানী, সমৃদ্ধ আগামী। উন্নত চুলা,উন্নত জীবন। পরিচ্ছন্ন চুলা ও জ্বালানিকে হঁ্যা বলুন' স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাযালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব সালিমা জাহান।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আসলম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, প্রফেসর রিজভী জামান, এসডিসির কাজী আশরাফ, রাসিনের আসমা আক্তার মুক্তা, বিএফএফের ফজলুল হাদি সাবির প্রমুখ।

 উক্ত সভায় বক্তরা বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে কিভাবে আরো সাশ্রয়ী হওয়া যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: