খুলনায় আইন-শৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ইং সামনে রেখে গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট নেওয়া কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার।
স্ব-স্ব অধিক্ষেত্রের উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী এবং অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট, পুলক কুমার মণ্ডল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, এম. মাজহারুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার, তানভীর আহমদ।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।